সকল কাস্টোডিয়ান এর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২৯ জানুয়ারী ডাচ বাংলা ব্যাংক এর অডিট হবে। এইদিন আমাদের সকল সিআরএম এবং এটিএম অফলোড করে লোড দিতে হবে। সেদিন আমাদের সকল সিআরএম এবং এটিএম মেশিনের বিফোর এবং আফটার প্রিন্ট ২সেট করে নিতে হবে। সব ক্যাসেট ভালো করে চেক দিতে হবে, কোন অবস্থায় সেদিন টাকা ফেলে আসা যাবেনা। সিআরএম এবং এটিএম মেশিনে এবং সুইচে ইনপুট সঠিক ভাবে দিতে হবে। ইনপুট কনফার্ম করে এফটি থেকে বের হতে হবে। ধন্যবাদ।